জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, দেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো অপচেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
পোস্টের সঙ্গে তিনি যুক্ত করেন একটি ছবি— যেখানে দেখা যায়, গত বছরের ১৯ জুলাই বিজিবির গুলিতে নিহত এক শিশুর মরদেহ রাস্তায় পড়ে আছে। ছবিটি রাজধানীর রামপুরার বনশ্রী আবাসিক এলাকার এফ ব্লকের। ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা ওই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়।
ভিডিওটি শেয়ার করে এনসিপি নেতা শিশির লেখেন—
> “রক্তাক্ত জুলাই। খুনিদের বিচার চাই। আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।”
এদিকে, ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক যৌথ চিঠি পাঠিয়ে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং নতুন করে কোনো মানবাধিকার লঙ্ঘন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
চিঠিতে সংগঠনগুলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বানও জানিয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়।
