কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভবিষ্যতে মানুষের চেয়ে অন্তত এক হাজার গুণ বেশি তথ্য তৈরি করবে বলে সতর্কবার্তা দিয়েছেন পেন ড্রাইভের উদ্ভাবক ও ফাইসন টেকনোলজির প্রধান নির্বাহী দাতুক পুয়া খেইন-সেং। তিনি বলেছেন, এই বিশাল ডেটা ব্যবস্থাপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উন্নত ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তি।
পুয়া খেইন-সেং জানান, এআই যুগে তথ্য সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হবে। কারণ, প্রতিদিনই কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন নতুন তথ্য তৈরি ও বিশ্লেষণ করছে, যা মানুষের উৎপাদিত তথ্যের তুলনায় বহুগুণ বেশি।
তিনি বলেন, “মানুষ হয়তো নিজের জীবদ্দশায় সীমিত পরিমাণ তথ্য তৈরি করে, কিন্তু এআই অবিরামভাবে তথ্য উৎপাদন করে চলেছে। এই প্রবণতা নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে স্টোরেজ সংকট দেখা দিতে পারে।”
বিশ্বজুড়ে ইতোমধ্যেই NAND ফ্ল্যাশ প্রযুক্তির চাহিদা ব্যাপকভাবে বেড়েছে, কারণ আধুনিক এআই অ্যাপ্লিকেশনগুলো বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের ওপর নির্ভরশীল। খেইন-সেংয়ের মতে, ভবিষ্যতের প্রযুক্তি প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশগুলোকে উন্নত ডেটা স্টোরেজ অবকাঠামো গড়ে তোলার দিকেই জোর দিতে হবে।
