ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, “খুনি হাসিনার দোসরদের যেখানেই পাওয়া যাবে ধরেই থানায় সোপর্দ করে বিচারের আওতায় আনতে হবে।” তিনি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে ‘আয়না ঘরের সাক্ষী, গুম জীবনের আট বছর’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
ডাকসু ভিপি বলেন, “জার্মানিতে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে; ইতালিতে মুসোলিনিকে নিষিদ্ধ করা হয়েছে — এ রকমভাবে বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই।” তিনি আরও দাবি করেন, গুম, খুন, গণহত্যা ও শিশুহত্যার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে এবং সব ‘কিলার জেনারেলদের’ বিচারের মুখোমুখি করা হবে।
সাদিক আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের বিভিন্ন ফ্রেমিং করে গুম করা হয়েছে; কিছু লোক ফিরে পেয়েও অনেকের খোঁজ এখনো মেলেনি। তিনি সবাইকে ঐক্যভিত্তিকভাবে ফ্যাসিবাদ প্রতিহত করার আহ্বান জানান।
