৪৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারিত হয়েছে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা অনির্বান সাহা। তিনি বুয়েটের নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পরিচিত ছিলেন বলে জানা গেছে।
অনির্বান সাহা সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে বহুবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। বুয়েট প্রশাসন তার বিরুদ্ধে বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্ত করে এবং তার কার্যক্রমের কারণে ছাত্রলীগের বুয়েট শাখা পরবর্তীতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সরকারি সূত্রে জানা গেছে, ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি গত ১৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে যোগদান করেন। তার রেজিস্ট্রেশন নম্বর ছিল ১৪০২৬২২১ এবং গেজেটের সিরিয়াল নম্বর ২৩।
তবে সম্প্রতি তার অতীত কার্যকলাপ এবং বুয়েটে সহিংসতায় জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাকে পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং প্রয়োজনে ফৌজদারি মামলাও করা হতে পারে।
অভ্যন্তরীণ প্রশাসনিক নথিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে যোগদানের আগে বা পরে অসদাচরণ বা গুরুতর অপরাধে যুক্ত থাকার প্রমাণ মিললে সেই কর্মকর্তা যে পর্যায়েই থাকুন না কেন, তাকে অপসারণ করা যেতে পারে। সেই বিধান অনুযায়ীই অনির্বান সাহাকে পররাষ্ট্র ক্যাডার থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
