আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। গ্রেফতারদের সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্য।
শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহ-সম্পাদক মো. রাব্বী সরদারের (২৫) কাছ থেকে একটি সচল রিভলভার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাব্বী সরদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের হয়ে ঢাকা ও আশপাশের এলাকায় মিছিল ও প্রচারণায় সক্রিয় ছিলেন। তার মোবাইল ফোনে দেশ-বিদেশে অবস্থানরত ফ্যাসিস্ট নেতাদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তিনি একাধিক স্থানে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে দাবি পুলিশের।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজিরুল রহমান, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ধামসোনা ইউনিয়ন যুবলীগের তথ্য সম্পাদক মো. ওবায়দুল ভূঁইয়া, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-সম্পাদক পারভেজ কবীর শাকিব, কেরাণীগঞ্জ শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের মন্টু, নবাবগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন শিপুসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সক্রিয় নেতারা।
এসপি মো. আনিসুজ্জামান জানান, গ্রেফতাররা সবাই লকডাউন বাস্তবায়নের নামে সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। যেকোনো নাশকতা কঠোরভাবে দমন করা হবে এবং অভিযানে আরও গ্রেফতার অব্যাহত থাকবে।
