ঢাকার তুরাগ থানার পুলিশ মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে। পুলিশ জানায়, আটককৃতেরা ঢাকার বাইরে থেকে এসে অংশগ্রহণ করছিল—কুড়িগ্রাম থেকে দুইজন, নাটোর থেকে একজন ও গাইবান্ধা থেকে একজন।
আটক ব্যক্তিদের অভিযোগ অনুযায়ী, তাদের সঙ্গে একটি চুক্তি ছিল—প্রতিটি মিছিলে অংশ নেওয়ার জন্য প্রতিজনকে ২,০০০ টাকা এবং বাসাবাড়ি ভাড়া দেওয়া হতো। তারা আরও দাবি করেছেন যে, একই ধরনের কাজে যুক্ত কিছু লোককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে রাজনৈতিক আন্দোলন থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করা সম্ভব—তবে এই বক্তব্যে কোনো প্রামাণ্য তথ্য তারা দেখাতে পারেনি।
তুরাগ থানা পুলিশ ঘটনার প্রেক্ষিতে কোনো বিবৃতি দেয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
