ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাতে ঢাকার বাসাবো এলাকায় র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প ও র্যাব-৩–এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই দিলীপ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসাবোর একটি বাড়িতে লুকিয়ে থাকার তথ্য নিশ্চিত হলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৭ নভেম্বর মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দাম হোসেনকে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
