রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তিন সাংবাদিকের নাম নতুন করে আলোচনায় এসেছে। তদন্ত–সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সাংবাদিক মুন্নি সাহা, জই ই মামুন এবং মনজুরুল আহসান বুলবুল এ ঘটনার বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে।
সূত্র জানায়, তদন্ত রিপোর্ট প্রকাশের পর থেকেই এদের চলাফেরা ও যোগাযোগ নিয়ে গোয়েন্দারা নজরদারি বাড়িয়েছে। তথ্য পাওয়া গেছে—তিনজনই বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং দেশ ছাড়ার পরিকল্পনা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি বা পরোক্ষভাবে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সবাইকে আইনের আওতায় আনা হবে। এতে কারও জন্য ‘সেফ এক্সিট’ বা বিশেষ সুবিধার সুযোগ নেই। কর্মকর্তাদের ভাষ্যমতে, এমন সুবিধা দেওয়া হলে ৫৭ জন শহীদ সেনা কর্মকর্তার রক্তের প্রতি তা হবে অবমাননা এবং ২৪ পরবর্তী বাংলাদেশের ন্যায়বিচারের প্রতিশ্রুতির পরিপন্থী।
কয়েক দিন আগে বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রকাশের পর থেকেই পিলখানার ঘটনার নতুন নতুন তথ্য সামনে আসায় দেশে আবারও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইন–শৃঙ্খলা বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
