পুলিশ বাহিনীর অভ্যন্তরে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কাঠামোগত সংস্কারই একমাত্র কার্যকর পথ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আইজিপি বলেন, “পুলিশ কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি একটি জটিল সমস্যা। এটি হুট করে সমাধান সম্ভব নয়। দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “জবাবদিহিতা জোরদার হলে দুর্নীতি কমবে। তাই প্রয়োজন বাস্তবসম্মত সংস্কার।”
পটভূমি
জুলাই গণ-আন্দোলনের সময় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দায়িত্ব পালন করা বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদসহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের মধ্যে একাধিক কর্মকর্তার নামে দুদক মামলা দায়ের করেছে।
