নরসিংদী-২ (পলাশ) আসনের মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নির্বাচনী সভা শেষে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় সভা শেষ হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।
জানা যায়, নির্ধারিত প্রচারণা কর্মসূচি শেষে জামায়াত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হওয়ার মুহূর্তে আকস্মিকভাবে অস্ত্রধারী বিএনপি কর্মীরা হামলা চালায়। লোহার রড, লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে তারা উপস্থিত নেতাকর্মীদের ওপর আক্রমণ করে। এতে বহুজন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শেখেরচর বাজার এলাকা প্রদক্ষিণ করে হামলাকারীদের গ্রেপ্তার ও নির্বাচনী পরিবেশ সুরক্ষার দাবি জানায়।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে আজকের হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তবে হামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আহতদের স্বজনরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
