রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি টঙ্গী থেকে ২০ কিলোমিটার পূর্বে এবং গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার ছিল। মাত্রা রেকর্ড করা হয় ৪.১।
হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় ঢাকাসহ গাজীপুর ও নরসিংদী অঞ্চলে অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ১ ডিসেম্বর রাতে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। একইভাবে ২ ডিসেম্বর সকালে বঙ্গোপসাগরেও ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরপর কয়েক দিনের ভূকম্পন দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
