চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দুর্লভেরপাড়ায় পাহাড় কেটে মাটি বিক্রির কাজ চলছেই। প্রশাসনের অভিযান এবং জরিমানা হলেও পাহাড় খেকোদের কর্মকাণ্ড থামছে না। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে বিএনপি ও আওয়ামী লীগের কিছু নেতা মিলে এই পাহাড় কাটার সিন্ডিকেট পরিচালনা করছেন।
সরাসরি পরিদর্শনে দেখা গেছে, প্রায় ২৫ ফুট উচ্চতার ও ২০০ ফুট দৈর্ঘ্যের পাহাড়টির অর্ধেক অংশ কেটে সাবাড় করা হয়েছে। পাহাড়ের শতাধিক বিভিন্ন প্রজাতির গাছও ধ্বংস করা হয়েছে। এই মাটি এক্সকেভেটর ও ডাম্পার ব্যবহার করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে, যার দাম প্রতি গাড়ি ১ হাজার ৫শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই কাজ চলাচল করে।
স্থানীয়দের অভিযোগ, পাহাড়টির পশ্চিম অংশের মালিক মনজুর আলম। পূর্বপাশের অংশও কেটে সমতল করা হয়েছে এবং সেখানে পাকা বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছে। স্থানীয় বিএনপি নেতা হেলাল উদ্দীন ও ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর মো. আইয়ুব এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন। হেলাল জানান, তিনি পশ্চিম অংশ কেটে দিয়েছেন, আর আইয়ুব পূর্বপাশের অংশ কেটে দিয়েছেন। আইয়ুব মোবাইলে বিষয়টি বিস্তারিত জানাননি।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা পরিচালক মইনুদ্দীন ফয়সাল ও লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার মং এছেন জানিয়েছেন, পাহাড় ও বালু খেকোদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
