তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা কেন্দ্র করে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ ডকুমেন্টারিটি প্রকাশ করে। দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শিরোনামের এই ভিডিওটি তথ্য মন্ত্রণালয় তৈরি করেছে। এতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
ডকুমেন্টারিতে তাঁর শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, এ গুণাবলিই তাঁকে দেশের রাজনীতিতে একটি অনন্য চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় তাঁর ভূমিকা তুলে ধরা হয়েছে।
এক-এগারোর সময় ব্যক্তিগত নিরাপত্তা ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপস না করার অবস্থান এবং বিএনপি নেতাকর্মীরা যাকে ‘মিথ্যা মামলা’ বলে দাবি করেন—সে সময়কার কারাবরণের ঘটনাও ভিডিওটিতে স্থান পেয়েছে।
ডকুমেন্টারির শেষাংশে বলা হয়েছে, “বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনা করছে।”
