ফরিদপুর শহরের নিলটুলি স্বর্ণকারপট্টি এলাকায় বহুতল ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি দ্বিতল ভবনের অংশ ধসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা আরএফএল বেস্টবাই শোরুমটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে মুজিব সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, নির্মাণাধীন বহুতল ভবনের জন্য পাইলিংয়ের কাজ চলছিল, কিন্তু পার্শ্ববর্তী ভবনের নিরাপত্তায় কোনো প্যারাসাইলিং বা সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি। কাজ চলাকালে হঠাৎ ভবনের একাংশ ধসে পড়ে। এতে শ্রমিক ও শোরুমের কর্মীরা দ্রুত সরে গিয়ে দুর্ঘটনা এড়ান।
ক্ষতিগ্রস্ত ভবন ও বেস্টবাই ফ্র্যাঞ্চাইজির মালিক মনিরা খাতুন অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনের মালিকদের বারবার সতর্ক করা হলেও তারা নিয়ম না মেনে কাজ চালিয়ে যান এবং রাতে ভবনের নিচের মাটি সরিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, পৌরসভার নিয়ম অনুযায়ী তিন ফিট দূরত্ব রেখে কাজ করার কথা থাকলেও নির্মাণকারীরা তা মানেননি। শুক্রবার সকালে উল্টো তার কর্মচারীদের হুমকিও দেওয়া হয়।
অভিযুক্ত ভবন মালিক সঞ্জয় কর্মকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি থানার উপপরিদর্শক মাসুদ আলম বলেন, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার প্রশাসক সোহরাব হোসেন জানান, বিষয়টি তার জানা নেই; খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা জানানো হবে।
