অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) ভিন্নমতের কারণে হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশ বহু মত ও বহু ধর্মের দেশ উল্লেখ করে তিনি বলেন, মতের ভিন্নতার কারণে কাউকে যেন অনিশ্চয়তায় থাকতে না হয় কিংবা হত্যার শিকার হতে না হয়, এ নীতিকে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর মাধবদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ অধিদপ্তর আয়োজিত ‘নেভাল সিরাজ সড়ক’ ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
পাকিস্তান নৌবাহিনীর কর্মকর্তা সিরাজ উদ্দিন আহমেদকে স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ছুটিতে নরসিংদীতে অবস্থানকালে তিনি বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধ সংগঠনে যুক্ত হন। তাকে হত্যা করে ইতিহাস থেকে মুছে ফেলতে চাওয়া হলেও নেভাল সিরাজ নিশ্চিহ্ন হননি; বরং আজ আবার নতুনভাবে স্মরণে ফিরে এসেছেন।
ফাওজুল কবির খান আরও বলেন, দেশের সামনে এখন একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। যার দৃষ্টিভঙ্গি বা দল যাই হোক, নির্বাচনে বিজয়ী যাদেরই ভোটে নির্বাচিত করা হবে—সরকার তাদের পাশে দাঁড়াবে। নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করা বা কেন্দ্র দখলের সুযোগ কেউ যেন না পায়, সে বিষয়েও তিনি সতর্ক করেন। একটি সুষ্ঠু নির্বাচন করাই হবে নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় সম্মান।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এ ছাড়া বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার এবং নেভাল সিরাজের দ্বিতীয় ছেলে মো. মোয়াজ্জেম হোসেন।
