ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের এক চিকিৎসকের অসদাচরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফরের সঙ্গে ওই চিকিৎসকের অশোভন বাকবিতণ্ডার ঘটনার পর ডা. ধনদেব বর্মনকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র বলছে, শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রের রোগ বিষয়ে ‘নবীনতম অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে মমেক হাসপাতালে যান ডিজি ডা. আবু জাফর। সেমিনারে যাওয়ার আগেই তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সেবা মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও কর্মীদের উপস্থিতি বিষয়ে একাধিক অনিয়ম লক্ষ্য করেন। এসব নিয়ে প্রশ্ন তোলার পর ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব উত্তেজিত হয়ে তার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ডিজি তাকে বরখাস্তের নির্দেশ দেন।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “পরিদর্শনের সময় সেবার মান নিয়ে ডিজি ও ডা. ধনদেবের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে, যা কাম্য নয়। বর্তমানে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করা যাচ্ছে না।”
ময়মনসিংহের সাধারণ জনগণ চলতি বছর হাসপাতালে ক্রমবর্ধমান অনিয়ম, রোগীদের প্রতি অমানবিক আচরণ, দালাল চক্রের দৌরাত্ম্য, পরিচ্ছন্নতার অব্যবস্থা এবং দুর্নীতির বিরুদ্ধে বহুবার মানববন্ধন ও প্রতিবাদ করেছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতাল পরিচালনা–সংক্রান্ত বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি প্রশাসনের কয়েকজন কর্মকর্তা পূর্ববর্তী সরকারের আমল থেকেই এসব অনিয়মে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
