হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আনন্দপুর ও কাকাইলছেও গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। মঙ্গলবার দুপুরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, কুমোদপুর গ্রামের বাসিন্দা ও কাকাইলছেও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়া ফেসবুকে কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমানকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। অভিযোগ রয়েছে, পোস্টটিতে তিনি স্থানীয় এক বিএনপি নেতাকে ইঙ্গিত করে মন্তব্য করেন। এ নিয়ে সোমবার সন্ধ্যায় তার সঙ্গে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রহমান সওদাগরের ভাই ও আনন্দপুর গ্রামের যুবদল কর্মী আল আমিন সওদাগরের কথাকাটাকাটি হয়।
এর জের ধরে মঙ্গলবার দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত কুমোদপুর গ্রামের রাসেল মিয়াকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন জানান, পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
