মঙ্গলবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপি ও তাদের সহযোগীরা দেশের রাজনীতিতে ভয়ভীতি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন,
“৩০০ গডফাদার দিয়ে শেখ হাসিনা রক্ষা পাননি, অন্যরা কীভাবে রক্ষা পাবে? কোন স্বপ্ন দেখছেন তা আমরা বুঝতে চাই।”
বিএনপির দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতিকে তিনি “ইতিহাসের সবচেয়ে বড় জোক” বলে আখ্যা দেন। তার ভাষায়,
“একজন চোর চুরি করে বলে—চুরি বন্ধ করবে। শেখ হাসিনাও চুরি করেছে, সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে লুটপাট করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার ‘ব্যবসা’ করা এখন বিএনপির নতুন কৌশল।
“আওয়ামী লীগ যেমন চেতনার ব্যবসা করেছে, এখন নতুন ব্যবসাদার হাজির হয়েছে। চেতনার নামে রাজনীতি হয় না,”—বলেন তিনি।
