অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যা ৫টা ৮ মিনিটে তাঁরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমকে জানানো হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে। প্রেস উইং জানিয়েছে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, তবে কে বক্তব্য দেবেন তা জানান হয়নি।
নির্বাচন কমিশন আজ বা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে—এমন খবর প্রকাশের পর থেকেই এই দুই উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন জোরালো হয়। কারণ তাঁরা দুজনই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে আগে থেকেই আলোচনায় ছিলেন।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে কোন দলের মনোনয়ন নেবেন, তা পরে জানাবেন। পদত্যাগের ঘোষণা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আসবে বলে তিনি উল্লেখ করেন।
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় এই তিনজন—নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম—অন্তর্বর্তী সরকারের শুরুতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। নাহিদ ইসলামের পদত্যাগের পর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পান। আজ তাঁদের মধ্যে দুইজনই দায়িত্ব ছাড়লেন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে।
