প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দমন-পীড়ন ও গণহত্যার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নথিভুক্ত ইতিহাস থাকা সত্ত্বেও দলটিকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো নৈতিক ও ন্যায়সঙ্গত নয়। তার মতে, বিশেষজ্ঞদের বিশ্লেষণে স্পষ্ট—এ ধরনের জরিপ নিরপেক্ষ গবেষণার অংশ নয়; বরং ধীরে ধীরে দলটির অপরাধমূলক অতীতকে আড়াল করার প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও দীর্ঘমেয়াদি দমন-পীড়নের যে গুরুতর অভিযোগ দলটির বিরুদ্ধে রয়েছে, সেগুলো ভুলে যাওয়ার বা পুনর্বাসন করার সুযোগ নেই। বরং এসব অভিযোগের সঠিক তদন্ত, জবাবদিহি ও বিচার নিশ্চিত করার দাবিই সামনে আসা উচিত।
প্রেস সচিবের বক্তব্যে উল্লেখ করা হয়, কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নথিভুক্ত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা অবস্থায় তাদের জনপ্রিয়তা পরিমাপের জরিপ তৈরি করা ভুক্তভোগীদের প্রতি অবিচার, একই সঙ্গে সামগ্রিকভাবে রাজনৈতিক ন্যায়বিচারের পরিপন্থী।
