নির্বাচনী তফসিল (সিডিউল) ঘোষণার পর রাজনৈতিক সভা ও সমাবেশে শিক্ষকদের অংশগ্রহণ আইনত নিষিদ্ধ থাকা সত্ত্বেও ডেমরা থানাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষক সমাবেশ আয়োজনের অভিযোগ উঠেছে।
প্রাপ্ত এক নোটিশে জানা যায়, বামৈল আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সকল শিক্ষক মণ্ডলিকে আগামী ১৪ ডিসেম্বর (রবিবার) দুপুর ২টা ৩০ মিনিটে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজে আয়োজিত একটি সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত সভায় ডেমরা থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সভায় উপস্থিত থাকবেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবি। নোটিশটি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কর্তৃক স্বাক্ষরিত।
বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী সিডিউল ঘোষণার পর সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজনৈতিক সভা বা প্রচারণায় সম্পৃক্ত করা আচরণবিধি ও বিদ্যমান আইন লঙ্ঘনের শামিল। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ও এর কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যক্রমে ব্যবহার করা হলে শিক্ষার পরিবেশ ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
