ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার বিষয়ে আগে থেকেই সতর্কবার্তা পেয়েছিলেন তিনি—এমন দাবি করেছেন নিজেকে সাবেক র্যাব সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ওই ব্যক্তি জানান, তিনি র্যাব-১০–এ যাত্রাবাড়ী এলাকায় প্রায় তিন বছর দায়িত্ব পালন করেছেন এবং সে সময় থেকেই বিভিন্ন সোর্সের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। ভিডিওতে তিনি বলেন, সোর্সের মাধ্যমে তিনি জানতে পারেন যে হামলার টার্গেট তালিকায় ওসমান হাদির নাম রয়েছে। বিষয়টি জানাতে তিনি একাধিকবার হাদির সঙ্গে যোগাযোগ ও সরাসরি দেখা করে সতর্ক করার চেষ্টা করেন।
ভিডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, শুক্রবার সকালে তিনি উত্তরা থেকে হাদির সঙ্গে দেখা করতে রওনা দেন। মেট্রোরেল বন্ধ থাকায় বাসে আসতে দেরি হয়। পথে থাকতেই তিনি হাদির ওপর গুলিবর্ষণের খবর জানতে পারেন। তবে তিনি প্রকৃতপক্ষে র্যাবের সাবেক সদস্য কি না, সে বিষয়ে কোনো সরকারি সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গিয়ে মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেমে মারাত্মক ক্ষতি করেছে। এ অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং যেকোনো সময় গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
