নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর বহু মাফিয়াকে সরিয়ে দিতে সক্ষম হলেও বর্তমানে আবার নতুন নতুন মাফিয়ার তৎপরতার ইঙ্গিত পাচ্ছেন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নৌ উপদেষ্টা বলেন, তিনি যে যে মন্ত্রণালয়ের দায়িত্বে গেছেন, প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির ব্যাপকতা লক্ষ্য করেছেন। এই দুর্নীতি রাতারাতি কমিয়ে আনা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, অনেক মাফিয়াকে তাড়ানো হয়েছে, তবে এখন আবার নতুন করে মাফিয়াদের সক্রিয় হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, কমিশনের দেওয়া শতাধিক সুপারিশের একটিও সরকার এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি।
তিনি আরও বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য কমিশন খসড়া প্রস্তুত করলেও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই সরকার তা বাতিল করেছে। পাশাপাশি স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও নাকচ করা হয়েছে। এর পরিবর্তে অকার্যকর ও সরকারনির্ভর প্রেস কাউন্সিল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
