বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ।
রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এর ফলে কুমিল্লা-৪ আসনটি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য ছেড়ে দেওয়া হলো।
মো. সাইফুল ইসলাম শহীদ জনগণের ভোটে নির্বাচিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্বার্থে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
জামায়াত ও এনসিপিসহ আট দলের মধ্যে হওয়া এই সমঝোতাকে আসনভিত্তিক সমন্বয়ের অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, নির্বাচনে যৌথ কৌশল বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতে আরও কয়েকটি আসনে এ ধরনের ছাড় ও সমর্থনের ঘোষণা আসতে পারে।
