পূর্বঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত রয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিতের ইঙ্গিত দিয়েছেন জকসু নির্বাচন কমিশনার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য।
সকালে একাধিক গণমাধ্যমকে জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “খালেদা জিয়া জবির প্রতিষ্ঠাতা। এ কারণে নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করা হবে। সিন্ডিকেট সভার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
এ বিষয়ে উপাচার্য ড. মো. রেজাউল করিম জানান, “নির্বাচনের জন্য আমরা প্রস্তুত ছিলাম। তবে খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্থগিতের সিদ্ধান্ত হলে তা জানানো হবে।”
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন স্থগিতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এরই মধ্যে ভোট দিতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে দেখা যাচ্ছে।
