সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার জাতিসংঘ কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এই দুঃখপ্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতিসংঘ গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে জাতিসংঘ তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করছে।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে গভীর শোকের আবহ নেমে আসে।
বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেত্রীর বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ়চেতা ও আপসহীন এক নেতৃত্বের প্রতীক। তার মৃত্যুতে দেশের রাজনীতি হারাল এক প্রভাবশালী ও শক্তিশালী কণ্ঠস্বর, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
