জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইয়ানূর হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আল আমিন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত ইয়ানূর হোসেন উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদপ্রত্যাশী হিসেবে সংগঠনের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান। জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনও জানান, ইয়ানূর হোসেন কুসুম্বা ইউনিয়ন যুবদলের নেতৃস্থানীয় কর্মী ছিলেন।
স্থানীয় গ্রামবাসীদের ভাষ্য অনুযায়ী, একটি মাহফিলের অর্থ আদায় ও আয়-ব্যয়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন ইয়ানূর হোসেন। হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা ইয়ানূর গ্রুপ ও মোস্তফা গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে ইয়ানূর হোসেন তার বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচবিবি–গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ছুরিকাঘাতে দুজনই গুরুতর আহত হন।
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানূর হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
