আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটি পাঁচ মিনিট নয় সেকেন্ড দীর্ঘ হলেও মূলত শেষ ২২ সেকেন্ডের অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই অংশে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘আগামী ২২ তারিখ থেকে আপনারা মাঠে থাকবেন। সাধারণ মানুষ, গরীব-দুঃখী মানুষ, গুন্ডাপান্ডা, ক্যাডার, সন্ত্রাস, চোর, ডাকাত, অন্য দলের মানুষ—যেই হোক সবাইকে কাছে টেনে নিয়ে দলের জন্য যেটা ভালো হয় সেটা করবো।’
এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি শেয়ার করে শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বক্তব্যটিকে ‘ভয়ংকর রাজনীতির ইঙ্গিত’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত রাজনীতির আহ্বান জানান।
এর পর হাফেজ রাশেদুল ইসলামের ফেসবুক পোস্টের মন্তব্য ঘরে প্রতিক্রিয়া জানান শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল। তিনি দাবি করেন, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাটিং করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এ নিয়ে জামায়াত-শিবিরের রাজনীতির কড়া সমালোচনা করেন।
একই পোস্টের মন্তব্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনও প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
জানা গেছে, আলোচিত বক্তব্যটি দেওয়া হয় গত ৭ জানুয়ারি শেরপুর সদর উপজেলার জংগলদী বড় বাজার এলাকায় অনুষ্ঠিত একটি কর্মীসভায়। ওই সভায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা দলীয় নেতাকর্মীদের নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে বক্তব্য দেন।
