তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে। ওই তথ্যের ভিত্তিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুর্দিস্তান ফ্রি লাইফ পার্টি (পিজেএকে)–সংশ্লিষ্ট একটি সশস্ত্র দলকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।
সূত্র অনুযায়ী, সশস্ত্র দলটি ইরাকের ভেতর থেকে সীমান্ত অতিক্রম করে পশ্চিম ইরানে প্রবেশ করেছিল। এমআইটি ও আইআরজিসির মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে সীমান্ত নজরদারি জোরদার, লক্ষ্যবস্তুর অবস্থান শনাক্ত এবং অভিযানের সময় আটক ও নিষ্ক্রিয়করণ—এই তিন ধাপেই কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।
কূটনৈতিক সূত্রটি আরও জানায়, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে এ ধরনের সমন্বয় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে এ বিষয়ে তুরস্ক বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
