ইসরায়েল ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্যে একটি বড় আকারের এআই-নির্ভর ভুয়া বট আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি দৈনিক হাতেৎজ। প্রতিবেদনে বলা হয়েছে, এই সাইবার ও তথ্যযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ইরানের ভেতরে অস্থিরতা সৃষ্টি করা এবং সাবেক শাহ পরিবারের উত্তরসূরি রেজা পাহলভিকে পুনরায় ‘শাহ’ হিসেবে প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তোলা।
সূত্রগুলোর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার স্বয়ংক্রিয় ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ইরানি সরকারের বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণা চালানো হয়। এসব অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী বার্তা ছড়ানো, রেজা পাহলভির পক্ষে বক্তব্য প্রচার এবং ইরানে তার পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে—এমন একটি ভুয়া চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এই বট নেটওয়ার্ক মূলত এআই প্রযুক্তি ব্যবহার করে একই সঙ্গে বিপুল পরিমাণ কনটেন্ট তৈরি ও প্রচার করছিল, যাতে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত জনমতের মতো মনে হয়। এতে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার লক্ষ্য ছিল।
হাতেৎজ জানায়, ইরান সরকার পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেয়। দেশজুড়ে ইন্টারনেট সেবা সীমিত করা হয় এবং স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দেওয়া হয়। এর মাধ্যমে এই দফায় সাইবার ও তথ্যযুদ্ধে নিজেদের অবস্থান রক্ষা করতে সক্ষম হয়েছে তেহরান।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তথ্যযুদ্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রভাব বিস্তার মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়েছে, আর ইরান–ইসরায়েল সংঘাতে এ ধরনের গোপন সাইবার তৎপরতা ক্রমেই বাড়ছে।
