টস শেষে খেলার শুরুতে হাত মেলানো ক্রিকেটসহ সব ধরনের খেলাতেই দীর্ঘদিনের একটি প্রচলিত রীতি। তবে সাম্প্রতিক সময়ে এই হাত মেলানো এড়িয়ে যাওয়াই প্রতিবাদের একটি অভিনব ভাষা হিসেবে দেখা যাচ্ছে। এবার সেই ‘ট্রেন্ডে’ নাম লিখিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি জাওয়াদ আবরার। টস শেষে তিনি ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে হাত মেলাননি।
ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর কারণ খুবই স্পষ্ট। গত এক বছর ধরে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে শীতলতা বিরাজ করছে। গত বছর ভারত দল বাংলাদেশ সফরে আসেনি। চলতি বছরের শুরুতে ভারতের ‘চলমান পরিস্থিতি’র কথা উল্লেখ করে বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এসব ঘটনার পর বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্ক আরও অবনতির দিকে যায়। বর্তমানে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ আইসিসিকে জানিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী নয়।
এমন প্রেক্ষাপটেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। নিজেদের প্রথম ম্যাচে টস শেষে ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের পক্ষে টসে অংশ নেওয়া জাওয়াদ আবরার।
বৃষ্টির কারণে টস কিছুটা বিলম্বে অনুষ্ঠিত হয়। এদিন টস করার কথা ছিল আজিজুল হাকিম তামিমের। তবে অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় জাওয়াদ আবরার টসে অংশ নেন।
টসে ভাগ্য বাংলাদেশের পক্ষেই যায়। বুলাওয়ের ভেজা উইকেটের সুবিধা নিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জাওয়াদ।
টস শেষে দুই দলের প্রতিনিধির মধ্যে হাত না মেলানোর বিষয়টি দ্রুতই আলোচনায় আসে। এর আগেও ভারত–পাকিস্তান ম্যাচে এমন দৃশ্য দেখা গেছে। এশিয়া কাপে তিন ম্যাচের একটিতে দুই দলের অধিনায়ক হাত মেলাননি। দুই বোর্ডের চলমান টানাপোড়েনের প্রভাব এবার বাংলাদেশ–ভারত ম্যাচেও স্পষ্ট হয়ে উঠল।
যুব ক্রিকেটে ভারতের বিপক্ষে শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে চার ম্যাচে তিন জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চাইবেন জাওয়াদ আবরাররা।
