ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে কোনো তৃতীয় পক্ষের প্ররোচনা নেই; মূলত পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এতে ভোটের মাঠে বড় ধরনের প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শরিয়াহ আইন বাস্তবায়ন ইস্যুতে ইসলামী আন্দোলনের বক্তব্য সঠিক নয় উল্লেখ করে মামুনুল হক বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকেই এই জোটের যাত্রা শুরু হয়েছিল। আদর্শিক দিক থেকে কেউই সেই অবস্থান থেকে সরে আসেনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি পুনরায় জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করে, তাহলে সাদরে গ্রহণ করা হবে। আর যদি তারা না আসে, তাহলে বাকি আসনগুলো দলগুলোর শক্ত অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।
মামুনুল হক বলেন, জোটের ভেতরে মতভেদ থাকতেই পারে, তবে সেগুলো রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
