টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই সিদ্ধান্তের কথা জানান।
বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সরকারের অবস্থান স্পষ্ট—বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তিনি বলেন, আইসিসির কাছ থেকে বাংলাদেশ সুবিচার পায়নি এবং নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বাংলাদেশ আশা করছে, আইসিসি তাদের শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।
আসিফ নজরুল আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ বিষয়ে তিনি ক্রিকেটারদের সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলে জানান।
এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আইসিসির সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ ভারতে খেলতে চায় না এবং শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দাবিতে অটল থাকবে।
প্রসঙ্গত, আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ তাদের অবস্থান জানিয়ে দেয়। এর আগে বোর্ড সদস্যদের ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। অন্যথায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হতে পারে এবং তাদের জায়গায় অন্য দল অন্তর্ভুক্ত করা হতে পারে।
