সুদানের চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান তুরস্কের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এক বক্তব্যে তিনি বলেন, “আমরা প্রথমে আল্লাহর ওপর ভরসা রাখি। তারপর এরদোয়ানের ওপর। এই যুদ্ধ আমাদের জন্য অনেক কষ্ট বয়ে এনেছে। তবে আমাদের সেনাবাহিনী পুনর্গঠিত হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে তুরস্ক এ বিষয়ে আমাদের সমর্থন দেবে। তুরস্ক একটি মহান দেশ।”
২০২৩ সাল থেকে সুদানে সরকারি সেনাবাহিনী ও বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। রাজধানী খার্তুমসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধের ফলে সুদানের অর্থনীতি ভেঙে পড়েছে, স্বাস্থ্যব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে এবং খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে।
সেনাপ্রধান আল-বুরহান দাবি করেন, দীর্ঘ সময় ধরে সংঘাত চললেও সুদানের সেনাবাহিনী এখন সংগঠিত ও পুনর্গঠিত। তিনি বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত এবং বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে।
আন্তর্জাতিক অঙ্গনে সুদানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর ভূমিকা নিয়েও আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে তুরস্কের সম্ভাব্য সমর্থনের বিষয়ে আল-বুরহানের বক্তব্যকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
তুরস্ক এর আগেও সুদানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার কথা জানিয়েছে। বর্তমান সংঘাতে দেশটি কী ধরনের ভূমিকা নেবে, তা নিয়ে কূটনৈতিক মহলে নজর রাখা হচ্ছে।
