আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসিন এক ব্যতিক্রমী নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছেন। নির্বাচিত হলে তিনি ‘এমপি সাহেব হিসাব দাও’ নামে একটি বিশেষ জবাবদিহিমূলক কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন।
নিজের নির্বাচনী ইশতেহারে এই ঘোষণা দিয়ে মো. মহসিন জানান, এই কর্মসূচির মাধ্যমে তিনি প্রতিটি ইউনিয়নে সশরীরে উপস্থিত হয়ে জনগণের সামনে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ হিসাব তুলে ধরবেন। কোন ইউনিয়নে কত টাকা সরকারি বরাদ্দ এসেছে, সেই অর্থে কী কী কাজ হয়েছে, কোন কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে এবং কেন হয়নি—প্রতিটি বিষয়ে তিনি সাধারণ মানুষের প্রশ্নের সরাসরি জবাব দেবেন।
এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত প্রার্থী বলেন, “আমি যদি নির্বাচিত হই, তবে সংসদ সদস্য হিসেবে শুধু ক্ষমতার চেয়ারে বসে থাকব না। জনগণের আমানত বা অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়মিত জানানোই হবে আমার অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।”
তিনি আরও যোগ করেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য। এমপি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে তিনি এক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চান।
স্থানীয় রাজনৈতিক মহলে মো. মহসিনের এই ঘোষণাকে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সরাসরি জনগণের মুখোমুখি হওয়ার এমন জনমুখী অঙ্গীকার সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ কৌতূহল ও ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে।
