ঢাকা-৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের নির্বাচনী গণসংযোগ চলাকালে মহিলা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের কাইল্লা পট্টি এলাকায় এই হামলায় জামায়াতের এক মহিলা নেত্রী গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে একদল মহিলা কর্মী গণসংযোগ করতে গেলে যুবদলের একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা জামায়াতের রুকন ও মহিলা নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীকালে তার মাথায় ৪টি সেলাই দিতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার কিছুক্ষণ আগে ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের চাচাতো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে একদল যুবক জামায়াতের মহিলা কর্মীদের পথরোধ করে। এ সময় তাদের গণসংযোগে বাধা প্রদানসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এর কিছু পরেই অতর্কিতভাবে এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
