চীনের তৈরি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা QW-2 ম্যানপ্যাড (MANPADS) হাতে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। নিচ দিয়ে উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসে অত্যন্ত কার্যকর এই সিস্টেমটি দীর্ঘ দিন ধরেই বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, QW-2 একটি কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম, যা ৫০০ থেকে ৬,০০০ মিটার পাল্লার মধ্যে শত্রু ড্রোন, হেলিকপ্টার এবং গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী কেবল QW-2 নয়, বরং এর আরও আধুনিক ও উন্নত সংস্করণ QW-18-ও ব্যবহার করে থাকে। QW-18 মূলত এর শক্তিশালী সেন্সর এবং উন্নত টার্গেট ট্র্যাকিং সক্ষমতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানপ্যাড ভাণ্ডারে বর্তমানে অন্যতম আধুনিক সিস্টেম হিসেবে যুক্ত রয়েছে FN-16। এই সিরিজের ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতিরক্ষা মহলে একটি ধারণা প্রচলিত রয়েছে যে, এর কিছু প্রযুক্তিগত অংশ বা সংযোজন দেশে করার সক্ষমতা রয়েছে। যদিও কৌশলগত কারণে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া সেনাবাহিনীর ভাণ্ডারে তুলনামূলক পুরোনো প্রজন্মের HN-5 মডেলের ব্যবহারও একসময় বেশ সক্রিয় ছিল।
সব মিলিয়ে বিভিন্ন প্রজন্মের এই ‘ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম’ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দেশের আকাশ সীমায় নিচু স্তরের শত্রুপক্ষ মোকাবিলায় একটি শক্তিশালী ও বহুমাত্রিক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে।
