রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা–১২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনি সমাবেশে বিপুল জনসমাগম দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে মিছিল এসে সমাবেশে যোগ দিচ্ছে।
সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও বক্তব্য রাখছেন।
কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও সকাল থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
সমাবেশে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন’, ‘গোলামী না আজাদী, আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘শেরপুরে খুন কেন, প্রশাসন জবাব চাই’—এ ধরনের স্লোগান ধ্বনিত হচ্ছে। পাশাপাশি সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্যরা ইসলামি সঙ্গীত ও নির্বাচনি নাটিকা পরিবেশন করছেন।
