গতকাল ২৮ জানুয়ারি (বুধবার) শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় ‘বিএনপি নব্য ফ্যাসিস্ট হয়ে উঠছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। দেশের মানুষ যখন দীর্ঘদিন পর একটি কাঙ্ক্ষিত নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই এই হত্যাকাণ্ড বিএনপির নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চরিত্রকে স্পষ্ট করেছে। তিনি অভিযোগ করেন, হামলা করে প্রতিপক্ষকে দমন করার এই হীন চেষ্টা কেবল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরিত্রকেই স্মরণ করিয়ে দেয়।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এটিই প্রথম কোনো প্রতিপক্ষকে হত্যার ঘটনা। তবে একে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, গত কয়েকদিন ধরে সারাদেশে এগারো দলীয় জোটের প্রার্থীদের ওপর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে, এই হত্যাকাণ্ড তারই পরিণতি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে এগারো দলের গণজোয়ার কোনোভাবেই বন্ধ করা যাবে না।
