চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে কথা বলায় আবু তালেব নামে এক বৃদ্ধ ভিক্ষুককে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সদর উপজেলা যুবদলের সহসভাপতি আশিক এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অনিকের নাম উঠে এসেছে। বর্তমানে আহত আবু তালেব চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আবু তালেব তার ভ্যান নিয়ে ভিক্ষা করতে বের হন। পথে মোহাম্মদ জোমা গ্রামে পৌঁছালে নির্বাচনী আলোচনা চলাকালে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে নিজের মত ব্যক্ত করেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা আশিক ও অনিক তার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তারা ওই বৃদ্ধকে এলোপাথাড়ি মারধর করেন এবং তার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান গাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেন।
আবু তালেব আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। একজন অসহায় বৃদ্ধের ওপর এমন অমানবিক হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
