আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার (৩০) শাহরাস্তি উপজেলার ৫নং ওয়ার্ডের আফাজ মিস্ত্রী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ নামের একটি টেলিগ্রাম চ্যানেল ও ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে কাজ করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযোগ রয়েছে, ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ নামের ওই টেলিগ্রাম পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যৌথ অ্যাডমিন হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তাকে চ্যালেঞ্জ করার একটি অপকৌশল।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া কার্যক্রম নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। জাহাঙ্গীর হোসেন তালুকদারের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
