বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা প্রভাবশালী নেতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি তার তিন শতাধিক অনুসারীসহ জামায়াতের পতাকাতলে শামিল হন। বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে গত বৃহস্পতিবার গোলাম মাহমুদ মাহবুব মাস্টার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দেন, যা তিনি পরবর্তীতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘ চার দশক ধরে নিষ্ঠার সঙ্গে বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি বহুবার মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তবে বর্তমানে নিজ দলের ভেতরেই তিনি চরমভাবে লাঞ্ছিত, বঞ্চিত ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। ফেসবুকে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, একজন নেতার ‘ভয়ঙ্কর ইগো’ আর কতিপয় দালালের চক্রান্তের কারণেই তিনি শহীদ জিয়ার গড়া দল থেকে অব্যাহতি নিতে বাধ্য হয়েছেন।
জামায়াতে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব মাস্টার বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির আদর্শিক ভিত্তি এখন আর অবশিষ্ট নেই। বর্তমানে এই দলটি মিথ্যার রাজনীতিতে লিপ্ত বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপির ভেতরে লুটেরা, চাঁদাবাজ, মাদকসেবী ও দখলবাজদের রাজত্ব চলছে এবং তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। বিপরীতে জামায়াতে ইসলামীর মধ্যে এ ধরনের অপরাধ প্রবণতা নেই এবং তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন বলেই তিনি এই দলে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টার বলেন, গত ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী সাধারণ মানুষের কাছে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম হয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ হচ্ছেন। তিনি বিশ্বাস করেন, বানারীপাড়া ও উজিরপুর উপজেলা থেকে শুরু হওয়া এই গণজোয়ার আসন্ন নির্বাচনে জামায়াতের বিজয় সুনিশ্চিত করবে।
রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করা এই দলবদলের বিষয়ে মন্তব্য জানতে বরিশাল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। স্থানীয় বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতার প্রস্থান বানারীপাড়া ও উজিরপুর এলাকায় বিএনপির সাংগঠনিক অবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
