বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে শিগগিরই হার্টের বাইপাস সার্জারি করাবেন। দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে তিনি এ অস্ত্রোপচার বিদেশে নয়, বরং বাংলাদেশেই করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দু’বার মঞ্চে পড়ে যান ডা. শফিক। প্রাথমিক চিকিৎসার পর তিনি সেদিনই রাতেই বাসায় ফেরেন।
এরপর শারীরিক পরীক্ষার অংশ হিসেবে আজ বুধবার (৩০ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনারি এনজিওগ্রাফি করা হয়। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তার ব্যক্তিগত চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তাকে হার্টের বাইপাস সার্জারির পরামর্শ দেয়।
চিকিৎসক বোর্ড উন্নত চিকিৎসার স্বার্থে তাকে সিঙ্গাপুর বা দেশের বাইরে অপারেশনের পরামর্শ দিলেও, ডা. শফিকুর রহমান সেই প্রস্তাব জোরালোভাবে নাকচ করে দেন। তিনি জানান, দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে, এবং এখানেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আগামী সপ্তাহেই সার্জারি করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
#AzadirDak
