নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তারিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তারেকের বাড়ি বরিশালের আগৈলঝাড়া থানার নিমারপাড় গ্রামে। তার বাবার নাম শহীদুল ইসলাম।
তারেক বর্তমানে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক এবং অমর একুশে হল শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্র রাজনীতির নামে সহিংসতা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে জড়িত সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে বিতর্কিত। বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে সংগঠনটি ইতিমধ্যেই নিষিদ্ধ হিসেবে বিবেচিত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তবে তারেকের বিরুদ্ধে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে—তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।