বরিশাল জেলা ছাত্রদলের (বহিষ্কৃত ) সহ-সভাপতি মো. সবুজ আকনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মধ্য বকশির চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন।
জানা গেছে, সবুজ আকন ব্যক্তিগত কাজে বরিশাল শহর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তার চলাচলকারী সিএনজির গতি রোধ করে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র দা ও চাপাতি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার হাত ও মাথায় গুরুতর জখম হয়।
তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
আহত সবুজ আকন সাংবাদিকদের জানান, ‘এই হামলাকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক। তারা পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।’
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি ও তার স্বজনরা। স্থানীয় থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।