সিলেটের ওসমানীনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং নিখোঁজ দলীয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ওসমানীনগর উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে দলটির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে নানা স্লোগান দিয়ে দলে-দলে উপজেলার আটটি ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী খন্ড-খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি বলেন, ইলিয়াস আলীর সাজানো বাগানে কেউ ভাগ বসাতে চাইলে সে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। বেশি বাড়াবাড়ি করবেন না, পরিণাম খারাপ হয়ে যাওয়ার আগে ভালো হয়ে যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইসলাম উদ্দিন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ প্রমুখ।