জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ’র কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন- তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, সেখানে তারা বৈঠক করেছেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন, এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা।
যমুনা টেলিভিশনকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ব্যক্তিগত ভ্রমণে গেছেন কক্সবাজারে। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টিকে গুজব। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
জানা গেছে, আজই তারা নিয়মিত একটি ফ্লাইটে ঢাকায় ফিরে আসছেন।
এদিকে, সী পার্ল হোটেলের চীফ সিকিউরিটি অফিসার লে. (অব.) কমান্ডার কামরুজ্জামান দাবি করেছেন, পিটার হাস তো নয়ই; কোনো বিদেশি অতিথিই নেই সেখানে।
অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক অনুষ্ঠান চলছে। সেখানেই ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা।