উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ধারালি গ্রামে পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এবং এখনো প্রায় ১০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।
পাহাড় থেকে নেমে আসা বিশাল পানির স্রোত ও কাদামাটির ঢল গ্রামটির একাংশ ধ্বংস করে দেয়। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল।
প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় আশপাশের এলাকাগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে।