যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফোর্ট স্টুওয়ার্ট সেনাঘাঁটিতে গোলাগুলির ঘটনায় পাঁচ সেনা গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে এক সেনা গুলি চালান। এতে অন্তত পাঁচ সেনা আহত হন। পরে হামলাকারী সেনা সার্জেন্ট কর্নেলিয়াস র্যাডফোর্ডকে আটক করা হয়েছে। খবর আল জাজিরার।
বুধবার ঘটনার পরপরই সেনাঘাঁটিতে সাময়িক লকডাউন দেওয়া হয়। আহত সেনাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নেওয়া হয় উইন আর্মি কমিউনিটি হাসপাতালে । তাদের সবার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তৃতীয় পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস।
তিনি জানান, অভিযুক্ত হামলকারী তার কর্মক্ষেত্রে গুলি চালায়। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে প্রতিরোধ করেন।
তিনি আরো জানান, আক্রমণকারীর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে সামরিক বাহিনীর অস্ত্রের পরিবর্তে ব্যক্তিগত হ্যান্ডগান থেকে গুলি করেন অভিযুক্ত ওই সেনা।
হামলকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস র্যাডফোর্ডকে শনাক্ত করেছেন। তিনি ফ্লোরিডার জ্যাকসোনভিলের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর সক্রিয় সদস্য এবং ফোর্ট স্টেওয়ার্ট ঘাঁটির দ্বিতীয় ব্রিগেডে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৮ সালে সেনাবাহিনীতে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে যোগ দেন।
তার বিরুদ্ধে এর আগে কখনো কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটকে রাখা হয়েছে।
সাভানা থেকে প্রায় ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট মিসিসিপি নদীর পূর্বে মার্কিন সেনাবাহিনীর বৃহত্তম পোস্ট। এটি সেনাবাহিনীর তৃতীয় পদাতিক ডিভিশনে নিযুক্ত হাজার হাজার সৈন্য এবং তাদের পরিবারের সদস্যদের আবাসস্থল।
আরএ