স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে তিন শিশুসন্তানকে নিয়ে খালে ঝাঁপ দিয়েছেন এক নারী। পরে মাসহ সবার মরদেহ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ।
শনিবার (৯ আগস্ট) ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার রিসাউরা গ্রামে ঘটেছে। মৃতরা হলেন- মা রীনা, তার তিন শিশু সন্তান হিমাংশু (৯), আনশি (৫) এবং প্রিন্স (৩)।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে স্বামী অখিলেশের সাথে পারিবারিক বিষয় নিয়ে রীনার ঝগড়া হয়।
পরে স্বামীকে না জানিয়ে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার সকালে শ্বশুরবাড়ির লোকেরা তাদের খোঁজ শুরু করেন।
এক পর্যায়ে একটি খালের ধারে রীনার পোশাক, চুড়ি, ব্রেসলেট, স্যান্ডেল-সহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হলে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে বান্দা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ বলেন, আমরা খালের পানি কমিয়ে ডুবুরি মোতায়েন করি।
প্রায় পাঁচ-ছ’ঘণ্টা পর খালের পানি থেকে ওই নারী এবং তার তিন সন্তানের মরদেদেহ উদ্ধার হয়। মরদেহগুলো কাপড় দিয়ে একসঙ্গে বাঁধা ছিল।